Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৯, ১২ নভেম্বর ২০২১

চট্টগ্রামে ৫০ বছর বয়সী বন্য হাতির মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় শুক্রবার (১২ নভেম্বর) ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

বাঁশখালীর জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ভেটেনারির একটি দল ঘটনাস্থলে গেছে। তারা তদন্ত করে দেখছে, হাতিটির কীভাবে মৃত্যু হয়েছে। তদন্ত শেষে হাতিটি মাটি চাপা দেওয়া হবে। হাতিটির বয়স আনুমানিক ৫০ হবে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। 

এর আগে গত শনিবার চট্টগ্রামের সাতকানিয়ায় এবং গত মঙ্গলবার শেরপুরের শ্রীবরদীতে দুটি মৃত বুনো হাতি উদ্ধার করা হয়েছিল। দুটি হাতিই বিদ্যুতায়িত হয়ে মারা পড়েছিল। এছাড়া মঙ্গলবার ভোরে কক্সবাজারের চকরিয়ার সংরক্ষিত বনাঞ্চলের ভেতর একটি বুনো হাতিকে গুলি করে হত্যা করা হয়।

সংশ্লিষ্ট খবর : 

চকরিয়ার বুনো হাতিকে গুলি করে হত্যা 

বৈদ্যুতিক শক দিয়ে মারা হলো হাতি

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ