Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ৩১ অক্টোবর ২০২৫,   কার্তিক ১৫ ১৪৩২

তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৯, ২৮ নভেম্বর ২০২১

তারাকান্দায় স্কুল মাঠ ভাড়া, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

‘সুস্থ দেহ সুন্দর মন, কর্মচঞ্চল সারাক্ষণ’। আর সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। কিন্তু তারাকান্দায় তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছে না। খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত তারা।

জানা গেছে, ময়মনসিংহ রঘুরামপুর-ফুলপুর-নকলা-শেরপুরের ৩৫ কিলোমিটার সড়ক নির্মাণে স্টক ইয়ার্ডের জন্য তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের নির্দেশে ৬ মাসের লিজ দেওয়া হয় ওই স্কুল মাঠ। চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হলেও পুনরায় এক বছরের জন্য মাঠটি ভাড়া দেয় স্কুল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- নৌকাকে হারিয়ে তৃতীয় লিঙ্গের ঋতুর জয়

উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল কর্তৃপক্ষের সম্মতিতে স্কুল মাঠটি ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। স্কুলের মাঠে পাথর ভাঙার কাজ চলছে। এমন পরিস্থিতিতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ঠিকাদারি প্রতিষ্ঠান (রানা বিল্ডার্স লি:) বিদ্যালয়ের মাঠে পশ্চিম দিকে গড়ে তুলেছেন ইটের স্থাপনা।

এ বিষয়ে প্রকল্প পরিচালক সোহেল রানা জানান, কাজ শুরুর সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের একটা জায়গা দরকার ছিল। ওই সময় বর্ষাকাল থাকায় চারদিকে জমিতে পানি ছিল। যে কারণে স্কুলের মাঠটি ভাড়া নেওয়া হয়েছে। এখন স্কুল খুলে গেলেও জুন মাস পর্যন্ত এখানে পাথর ভাঙার কাজ হবে।

আরও পড়ুন- তারাকান্দায় ১০ ইউনিয়নে ৬২৬ জনের মনোনয়ন দাখিল

এ ব্যাপারে সাবেক উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ হয়রত আলী তুষার জানান, তালদিঘী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টসহ উপজেলার বড় বড় খেলা অনুষ্ঠিত হতো। এখন সেই মাঠে খেলার সুযোগ হবে কিনা সন্দেহ।

তালদিঘী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বলেন, ক্ষমতাশীল দলের আ.লীগের স্থানীয় নেতাদের প্রভাবে ও সাবেক (ইউএনও) জান্নাতুল ফেরদৌস'র দিক নির্দেশনার বিদ্যালয়ের মাঠটি ভাড়া দিতে বাধ্য হয়েছি।

আরও পড়ুন- তারাকান্দার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

তারাকান্দা উপজেলার বর্তমান ইউএনও মিজাবে রহমত বলেন, ভাড়ার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়