Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

হুমায়ুন কবির, ময়মনসিংহ

প্রকাশিত: ১৩:২১, ২৫ জানুয়ারি ২০২২

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের ১১ নেতা বহিষ্কার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১ নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করেছে উপজেলা  আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান,বহিষ্কৃত নেতাদের নাম প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

বহিষ্কৃতরা হলেন-

  • ১ নং ছনধরা ইউনিয়নের আব্দুস সালাম,
  • ২ নং রামভদ্রপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম,
  • ৩ নং ভাইটকান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রিপন ও আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান,
  • ৫ নং ফুলপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. রাসেল ফকির ও সাইফুল ইসলাম,
  • ৬ নং পয়ারী ইউনিয়নে মো. আবদুল হেকিম,
  • ৮ নং রুপসী ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান আমির উদ্দিন তালুকদার,
  • ১০ নং বওলা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ‌হামিদুল্লাহ খান মিন্টু মাস্টার, যুবলীগ নেতা ফরিদ আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম খলিলুর রহমান শরীফ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ফুলপুর উপজেলার সাত ইউনিয়নে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও কোনো অনিয়ম পাওয়া গেলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়