Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ৮ মে ২০২২

মানিকগঞ্জে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওরে মা ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মে) ভোরের কোনো এক সময় স্বামী আসাদুর রহমান রুবেল (৪০)  ধারালো অস্ত্র দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার বালিয়াখোড়া গ্রামের দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলের স্ত্রী লাভলী (৩৫), মেয়ে ছোঁয়া (১৬) ও কথা (১২)। বড় মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম এবং ছোট মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী।

এদিকে ঘটনার পর আসাদুর রহমান রুবেল গাড়ির নিচে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।  

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলের বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজেই তার স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন।”

নিহত লাভলীর ভাই মো. আলম জানান, নানান বিষয় নিয়ে বোনের সংসারে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে ঘিওর থানায় হ্ত্যা মামলা দায়ের করবেন বলে জানান।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রুবেল ও লাভলীর প্রেমের বিয়ে। দীর্ঘদিন যাবত তারা সুখে শান্তিতে সংসার করে আসছিল। বেশ কিছুদিন যাবত রুবেল ঋণগ্রস্ত হয়ে পড়ে। পারিবারিক কলহ বাড়তে থাকে। শনিবার দিবাগত রাতে তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, “রুবেল অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। যার কারণে এমন ঘটনা ঘটতে পারে।”

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ