নিজস্ব প্রতিনিধি
কাপ্তাই লেকের পানিতে নেমে পর্যটকের মৃত্যু

ফাইল ছবি
রাঙামাটির কাপ্তাই লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার রাঙামাটির দারোগা পাহাড় এলাকার কাপ্তাই লেকে এ ঘটনা ঘটেছে।
পানিতে ডুবে মারা যাওয়া ওই পর্যটকের নাম রুবায়েত ইসলমা (২৬)। তার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকালের দিকে চট্টগ্রাম থেকে চার বন্ধুকে সাথে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসেন রুবায়েত। দুপুরের দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তারা কাপ্তাই হ্রদ ভ্রমণে যান। এক পর্যায়ে পর্যটন কমপ্লেক্স থেকে তিন কিলোমিটার দূরত্বে দারোগা পাহাড় এলাকায় পৌঁছালে নৌকা থেকে লাফ দিয়ে হ্রদে গোসল করতে নামেন রুবায়েত। এতে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি।
খবর পেয়ে ডুবুরির দল ওই এলাকার হ্রদের পানিতে তল্লাশি চালিয়ে আজ বিকেল সাড়ে ৫টার দিকে রুবায়েতের মরদেহ উদ্ধার করে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন জানান, দুপুরে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাওয়া যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর তার লাশ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন জানান, যুবকের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আত্বীয়-স্বজনরা আসলে তাদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
আইনিউজ/এসডি
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- দেশে লাল কাঁঠাল চাষে ব্যাপক সম্ভাবনা
- রোজার মধ্যে চার তলায় না উঠায় ফুডপান্ডা রাইডারকে মারধর
- পাখির বাসায় বিষাক্ত সাপ, হাত দিয়ে প্রাণ হারালো শিশু
- বাংলাদেশের বুকে ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে টনের টন প্লাস্টিক ও ই-বর্জ্য
- বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার তরুণ উদ্যোক্তার হাত ধরে চাটগাঁ এক্সপ্রেস
- ভিন্ন ধর্মের হয়েও রোজাদারদের দ্বারে ইফতার নিয়ে ছাত্রলীগ নেত্রী
- দারিদ্র্যতায় ফিকে হয়ে যাওয়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন তারা
- নোয়াখালীতে ৬০ মাসে পঞ্চাশের অধিক নারী ধর্ষণ