Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ১৪ জানুয়ারি ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, ৮ দশমিক ৫

ফুলবাড়ীতে শীতের তীব্রতা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

ফুলবাড়ীতে শীতের তীব্রতা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতের তীব্রতা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো।

দিনাজপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, রোববার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমি ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ ও বাতাসের গতি শূন্য
নটস এবং সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক  ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯০ শতাংশ ও বাতাসের গতি ০১ নটস। 

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ৮দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বিরা করছে দিনাজপুর জেলায়।

এ দিকে, শনিবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক  ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ ও বাতাসের গতি ০২ নটস। একইভাবে শুক্রবার (১২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্র সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ ও বাতাসের গতি ০৩ নটস এবং বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। 

ঘনকুয়াশার জন্য গত ৬ দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এতে করে জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর ছেড়ে বাইরে বের হচ্ছেন না। সবমিলিয়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রোববার দুপুর বেলা ৩টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি ফুলবাড়ীসহ আশাপাশের উপজেলাগুলোতে। ফলে গত ছয়দিন থেকে সূর্যের দেখা মেলেনি ফুলবাড়ীসহ আশপাশের উপজেলাগুলোতে। ইজিবাইক ও অটোরিকশা চালকদের আয় কমে গেছে। ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে কনকনে শীতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। 

প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় দুস্থ পরিবারগুলো। গবাদিপশুগুলোও শীতের কারণে দুর্ভোগে পড়েছে। চট দিয়ে ঢেকে গবাদিপশুকে রক্ষা করার চেষ্টা করছেন মালিকরা। সন্ধ্যারাত থেকে ঘনকুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে চলাচলকারি গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়েই দিনের বেলাতেও ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

নৈশ্যপ্রহরী আব্দুল আউয়াল বলেন রাত ৯ টা থেকে সকাল পর্যন্ত পৌর এলাকার মার্কেটগুলো নিরাপত্তার জন্য পাহারা দিয়ে থাকেন। রাতে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এ কারণে পাহারা দেওয়া একটু কষ্টকর হয়ে পড়েছে।

রিকশাচালক আফজাল হোসেন বলেন, যত শীতই হোক, নিজরে ও পরিবারের লোকজনের খাবার জোগার করতে ঘর থেকে রিকশা নিয়ে রাস্তায় বের হতে হয়। রিকশা না চালালে খাব কী?

ইজিবাইক চালক রমজান আলী বলেন, সকালে কুয়াশায় কিছু দেখা যায় না। গাড়ীগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

উপজেলা পরিষদ সড়কের ভুট্টুর চা দোকানের সামনে খড়কুটো, পরিত্যক্ত কাগজ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন বেশ কয়েকজন। তারা জানান, ভোর থেকেই ঠান্ডা বাসাত, তাই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের।

দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসা বলেন, রোববার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের
আদ্রতা ৯৬ শতাংশ ও বাতাসের গতি শূন্য নটস এবং সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতা ৯০ শতাংশ ও বাতাসের গতি ০১ নটস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ৮দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে দিনাজপুর জেলায়। 

এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন জেলার আবহাওয়া কর্মকর্তা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়