আই নিউজ ডেস্ক
পর্তুগালে উইন্টার ফেস্টিভ্যাল ২০২৩ উদযাপন করলেন বাঙালিরা
পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের মনমুগ্ধকর এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে উইন্টার ফেস্টিভ্যাল ২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লিসবন শহরের প্রাণকেন্দ্র বেলাভিস্তা পার্কে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
হিমেল হওয়ার পরশ নিয়ে শীতের আগমনীকে স্বাগত জানাতে অনুষ্ঠানে কয়েকশ' বাংলাদেশী পরিবার উক্ত শীতকালীন মেলায় মিলিত হন। বাংলাদেশী কমিউনিটির সবার জন্য উন্মুক্ত ছিল এই আয়োজন।
দল-মত নির্বিশেষে সবাই শীত উৎসবে সমবেত হন। তাঁরা বিভিন্ন ধরনের শীতের পিঠা, কাবাব, পায়েস, চটপটি, ফুসকা, কেকসহ মুখরোচক বাংলাদেশী খাবার পরিবেশন করেন এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাব এর পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের পিঠা উৎসবে বাংলাদেশী পার্বনের স্বাদ উপভোগ করেন সবাই। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে শিশুদের বিস্কুট খেলা, দৌড় প্রতিযোগিতার সঙ্গে নারীদের বালিশ খেলা, সুই সুতা গাঁথুনি এবং পুরুষের হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা ছিল বেশ উৎসবমুখর। অনুষ্ঠানে মেহেদী উৎসবে বাহারি নকশায় হাত রাঙিয়ে তুলেন অনেক নারী।
লিসবনের সবচেয়ে বড় পার্কের মনোরম পরিবেশে বনভোজনের আমেজে মধ্যাহ্নভোজে মিলিত হন কয়েকশ' বাংলাদেশি।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি এফ,আই রনি ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের কাছে হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখিকা ফৌজিয়া তসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলওয়ার হোসাইন, পর্তুগাল বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত সেলিম, আওয়ামী লীগের সহ-সম্পাদক ইমরান হোসাইন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ পারভেজ, পর্তুগাল যুবদলনেতা মুহি উদ্দীন, পর্তুগাল যুবলীগনেতা অনুপম মেহদী, তানভীর আলম জনি।
এ ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।
অন্যানদের মধ্যে আরো উপস্হিত ছিলেন- পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি রনি মোহাম্মদ, কোষাধক্ষ্য জাহিদ কায়সার, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ- সাধারণ সম্পাদক সমির দেবনাথ, আন্তর্জাতিক সম্পাদক মুহি উদ্দীন, সিনিয়র সাংবাদিক এস এম আজাদ, মামুন মাহথির, মো. জহিরুল হক প্রমূখ।
শেষ বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পরে কণ্ঠশিল্পী এফ আই রনির শ্রুতিমধুর গানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি