তোফায়েল পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
দুবাইয়ে বসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
ফাইল ছবি
প্রথমবারের মতো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। বাংলাদেশ দুবাই কনস্যুলেট এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ দেয়া হচ্ছে। প্রবাসের মাটিতে এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত আমিরাত প্রবাসীরা।
সুখী করার অঙ্গীকার নিয়ে জীবনযাত্রায় উন্নতি সাধনের লক্ষ্যে অনেকে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। দেশটিতে কর্মরত অনেক প্রবাসীর উচ্চ শিক্ষার ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে তা এত দিন সম্ভব ছিলো না। এবার প্রথমবারের মত বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা।
২০২৪ -২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে দুবাই ও উত্তর আমিরাত কনসুলেট। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ,কুয়েত, কাতার, এই সুবিধা চালু থাকলেও আমিরাতে এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত বসাবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগের মত অনেক প্রবাসী শিক্ষার্থী ডিগ্রি ও অনার্স কোর্স চালুর আহবান জানিয়েছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগ্রহী শিক্ষার্থীরা ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারির মধ্যে মানবিক ও ব্যবসার শাখায় ভর্তি হতে পারবেন।
এই প্রোগ্রামের সব ক্নাস মার্চ মাস থেকে অনলাইনে শুরু হবে বলেও জানানো হয়। এই সুযোগটি কাজে লাগালে অনেকে কর্মক্ষেত্রে প্রাপ্ত সনদ কাজে লাগাতে পারবে এমনটাই প্রত্যাশা আরব আমিরাত প্রবাসীদের।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























