Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

স্কুল-কলেজ খোলার ৬০ কর্মদিবসের মধ্যে পরীক্ষা

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৩০ মার্চ থেকে দেশের সকল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই সাথে স্কুল-কলেজ খোলার ৬০ কর্মদিবসের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে মন্ত্রণালয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বৈঠক শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ‘স্কুল-কলেজ খোলার ২ মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে- তখন বলেছিলাম যদি এখন খোলা সম্ভব হয়...যখনই খুলি আমাদের ৬০ কর্মদিবস। আমরা মার্চের শেষে খুললে এর পর থেকে ৬০ কর্মদিবস তাদের ক্লাস করিয়ে, পরীক্ষার আগে আরও সপ্তাহ দুয়েক সময় আরও দিয়ে তাদের পরীক্ষাটা নেব।’

ক্লাসের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২১ সালে যারা এসএসসি দেবেন তাদের জন্য ৬০ কর্মবিসের সিলেবাস ও এইচএসসির জন্য ৮০ কর্মদিবসের সিলেবাস প্রণয়ন করেছি। তাই তাদের সেই ৬০ ও ৮০ কর্মদিবস ক্লাস করানোর জন্য চেষ্টা করব তাদের ক্লাসে ছয় দিন আনতে।’

তিনি বলেন, ‘মার্চের শেষে খুললে এরপর ৬০ কর্মদিবস এরপর ঈদের ছুটি আছে। অন্যান্য ছুটি আছে, সাপ্তাহিক ছুটি আছে। সবকিছু মিলিয়ে হয়ত পরীক্ষাটা জুলাই মাসে চলে যেতে পারে। হিসেবটা সেভাবে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যেভাবে টিকার বিষয়ে সারা দিচ্ছে। টিকার সংখ্যা যত বাড়বে থাকবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তত দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে যাব।’

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণিকে প্রতিদিন ক্লাস করানো হবে।  বাকি ক্লাসগুলো হয়তো প্রথম সপ্তাহে একদিন আসবে, কয়েকদিন পর থেকে সপ্তাহে দুদিন আসবে। তবে প্রাক-প্রাথমিকের শিশুদের এখন বিদ্যালয়ের আনতে চাইছে না মন্ত্রণালয়।

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যা কয়েক ধাপে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা- সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সভায় বসে ৬ মন্ত্রণালয়। অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

৩০ মার্চ থেকে খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

খোলার পর যেভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কর্মসূচি

রমজানে চলবে স্কুল-কলেজের ক্লাস, ছুটি শুধু ঈদে

প্রাক-প্রাথমিকের ক্লাস খুলছে না এখনই

Green Tea
সর্বশেষ