Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ২৭ নভেম্বর ২০২১

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : সাধারণ জ্ঞান 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময় হতে পারে এ পরীক্ষা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য তাই সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে। 

১। বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে কী লেখা থাকে?

(ক) সেবাই ধর্ম

(খ) সেবাই আদর্শ

(গ) সেবা আদর্শ সততা

(ঘ) সর্বদাই সেবা

সঠিক উত্তর- (খ) সেবাই আদর্শ

২। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

(ক) সচিব (খ) মন্ত্রী

(গ) প্রতিমন্ত্রী (ঘ) মুখ্য সচিব

সঠিক উত্তর- (ক) সচিব

৩। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে পালিত হয়?

(ক) ২১ নভেম্বর

(খ) ২৩ নভেম্বর

(গ) ২৫ নভেম্বর

(ঘ) ২৭ নভেম্বর

সঠিক উত্তর- (ক) ২১ নভেম্বর

৪। বাংলাদেশ কততম দেশ হিসেবে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদস্যপদ লাভ করে?

(ক) ১৫তম (খ) ১৭তম

(গ) ১৯তম (ঘ) ২০তম

সঠিক উত্তর- (গ) ১৯তম

৫। মিলিটারি ডিমারকেশন লাইন কোন দুটি দেশের সীমান্ত রেখা?

(ক) আফগানিস্তান-ভারত

(খ) সিরিয়া-ইসরায়েল

(গ) চীন-ভারত

(ঘ) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর- (ঘ) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া

৬। ন্যাটোভুক্ত মুসলিম দেশের সংখ্যা কয়টি?

(ক) একটি (খ) দুটি

(গ) তিনটি (ঘ) চারটি

সঠিক উত্তর-  (খ) দুটি

৭। কোন ব্যাংক প্রথম q-cash চালু করে?

(ক) সোনালী ব্যাংক লিমিটেড

(খ) অগ্রণী ব্যাংক লিমিটেড

(গ) জনতা ব্যাংক লিমিটেড

(ঘ) প্রাইম ব্যাংক লিমিটেড

সঠিক উত্তর- (গ) জনতা ব্যাংক লিমিটেড

৮। হেপাটাইটিস বি ভাইরাস কোন রোগের জন্য দায়ী?

(ক) জন্ডিস (খ) ডেঙ্গু

(গ) ম্যালেরিয়া (ঘ) এইডস

সঠিক উত্তর- (ক) জন্ডিস

৯। বর্তমান নারী ও শিশু নির্যাতন দমন আইন কোন সালে প্রণীত হয়?

(ক) ১৯৮৫ সালে

(খ) ১৯৯০ সালে

(গ) ১৯৯৫ সালে

(ঘ) ২০০০ সালে

সঠিক উত্তর- (ঘ) ২০০০ সালে

১০। জাতিসংঘ সুশাসনের কয়টি উপাদান নির্ধারণ করেছে?

(ক) চারটি (খ) ছয়টি

(গ) আটটি (ঘ) দশটি

সঠিক উত্তর- (গ) আটটি

১১। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে?

(ক) ৩৬ অনুচ্ছেদে

(খ) ৩৯ অনুচ্ছেদে

(গ) ৪৩ অনুচ্ছেদে

(ঘ) ৪৫ অনুচ্ছেদে

সঠিক উত্তর- (খ) ৩৯ অনুচ্ছেদে

১২। পালাগান মূলত কোন অঞ্চলের গান?

(ক) রংপুর (খ) ঈশ্বরগঞ্জ

(গ) ময়মনসিংহ (ঘ) নেত্রকোনা

সঠিক উত্তর- (ঘ) নেত্রকোনা

১৩। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?

(ক) ইউজিসি (খ) টিটিসি

(গ) নায়েম (ঘ) বিয়াম

সঠিক উত্তর- (গ) নায়েম

১৪। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি?

(ক) চা (খ) তুলা

(গ) আলু (ঘ) পাট

সঠিক উত্তর- (ক) চা

১৫। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ু কত?

(ক) ৭৮ দশমিক ২ বছর

(খ) ৭৪ দশমিক ৬ বছর

(গ) ৭২ দশমিক ৬ বছর

(ঘ) ৭২ দশমিক ৮ বছর

সঠিক উত্তর- (ঘ) ৭২ দশমিক ৮ বছর

১৬। মিয়ানমারের রাজধানীর নাম কী?

(ক) আরাকান (খ) নমপেন

(গ) মংডু (ঘ) নেপিডো

সঠিক উত্তর- (ঘ) নেপিডো

১৭। প্রাচীন লিখিত ভাষা কোনটি?

(ক) সুমেরীয় (খ) ইংরেজি

(গ) জাপানি (ঘ) চীনা

সঠিক উত্তর- (ক) সুমেরীয়

১৮। ‘গোবি’ মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

(ক) এশিয়া (খ) আফ্রিকা

(গ) ইউরোপ (ঘ) অ্যান্টার্কটিকা

সঠিক উত্তর- (ক) এশিয়া

এবার সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে ৩২ হাজারের বেশি সহকারী শিক্ষক। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। পরীক্ষায় সফল হওয়ার জন্য অনিয়মিত বেশি পড়ার চেয়ে নিয়মিত অল্প পড়াও ভালো। 

তাই এইসকল পরীক্ষার্থীদের সহযোগিতা করতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে রয়েছে আই নিউজের নিয়মিত আয়োজন। আশা করছি পাঠকেরা উপকৃত হবেন।

আরও পড়ুন-

 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : বাংলা

 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান 

 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গণিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : ইংরেজি

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়