শাবিপ্রবি প্রতিনিধি
ড. আশরাফ শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নতুন বিভাগীয় প্রধান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ওই বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
বুধবার (৩১ মে) রাতে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও পিএসএসের অধ্যাপক ড. দিলারা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক আশরাফুর রহমান সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ৪(২) ধারা অনুযায়ী ও কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পিএসএস বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে পহেলা জুন থেকে অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমানকে আগামী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।'
নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান বলেন, 'কাল থেকে দায়িত্ব পালন করব। বিভাগকে সুন্দর ও শৃঙ্খলার সহিত পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।' এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য শাবির ড. আশরাফুল