Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৭:০২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

শাবি উপ-উপাচার্যের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি বিশ্ববিদ্যালয়

উপ-উপাচার্যের সাথে সাক্ষাৎকালে।

উপ-উপাচার্যের সাথে সাক্ষাৎকালে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সাথে মার্কিন দূতাবাসের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় শাবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে  এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম মার্কিন প্রতিনিধিদের কাছে শাবিপ্রবির ছাত্রছাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশি স্কলারশিপের জন্য অনুরোধ জানান। একইসাথে তিনি শাবিপ্রবির সাথে এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর বিষয়েও আলোচনা করেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি দল শাবিপ্রবির সাথে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও পরিবেশ দেখে মুগ্ধ হন।

এসময় উপস্থিত ছিলেন অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম এবং সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, মার্কিন দূতাবাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের দল ক্যাম্পাস পরিদর্শন করেন।

সাগর/আইনিউজ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়