বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৮, ৭ জুলাই ২০২০
৭৭ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্রের করোনা জয়

ছবি- সংগৃহীত
বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত ২২ জুন তার শরীরে ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ছিলেন হাসপাতালে। তবে মঙ্গলবার সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৭ বছর বয়সী এ অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্র মিঠুন মিত্র।
মিঠুন মিত্র বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর বাবাকে ২৩ জুন রাজধানীর হেল্প এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা ১৪ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার করোনা মুক্ত হন। এরপর মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছি।
তিনি জানান, শরীরে বার্ধক্যজনিত একাধিক রোগ থাকার পরেও সঠিক চিকিৎসা ও মনোবল শক্ত থাকায় প্রবীর মিত্র করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।
দীর্ঘদিন অর্থারইটিজ সমস্যাসহ দুই হাঁটুর তীব্র অসুস্থতার কারণে প্রবীর মিত্র একপ্রকার ঘর বন্দী হয়ে জীবনযাপন করতেন প্রবীর মিত্র। কিন্তু ২০ জুন এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের ধারণা সম্ভবত সেখান থেকেই করোনায় আক্রান্ত হন তিনি।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- আগামীকাল লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর
- র্যাবের নজরে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী
- বৃহস্পতিবার অভিনেতা অপূর্বের বিয়ে
- চিত্রনায়ক শাহিন আলম এখন কাপড় ব্যবসায়ী
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী
- সমরজিৎ রায়ের ‘মেঘবালিকা’ গানে প্রথমদিনেই বাজিমাত, দর্শকমুগ্ধতা
- রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ
- ৭৭ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্রের করোনা জয়
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর
সর্বশেষ
জনপ্রিয়