Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ৫ জানুয়ারি ২০২৩

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

ভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

ভারেতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় ভারতের শীর্ষস্থানীয় এই নেত্রীকে।

৭৬ বছর বয়সী সোনিয়া গান্ধীর শারিরীক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে দলীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জানা গেছে খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানায়, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। গত মঙ্গলবার থেকে তিনি অসুস্থ ছিলেন।

সোনিয়া গান্ধীকে গতবছর ১২ জুন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন।

এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দুইবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ