Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ১৭ জানুয়ারি ২০২৩
আপডেট: ১১:৩১, ১৭ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৬ জনের মৃ ত্যু

যুক্তরাষ্ট্রে কিছুদিন পরপরই শোনা যায় 'গান ম্যান' আতংক এবং তাদের গুলিতে প্রাণহানির ঘটনা। গতকাল সোমবার দিবাগত রাতেও দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালালে শিশুসহ ছয়জন মারা গেছেন।

স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা এবং পুলিশ। খবর বিবিসির। ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে  এ ঘটনাটি ঘটেছে।

ওই কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এই হামলাকে ভয়াবহ গণহত্যা বলে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার সঙ্গে কোনো অপরাধী চক্র ও মাদক চোরাকারবারীদের যোগ থাকতে পারে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোররাতে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিকবার গুলি করেন। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে ম র দে হ পড়ে থাকতে দেখেন।

পুলিশেরও ধারণা পরিবারটি কোনো গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল। কারণ গত সপ্তাহে পুলিশ মাদকদ্রব্যের জন্য ওই বাড়িতে অভিযান চালায়।

শেরিফ বোদেরাক্স বলেন, এ ঘটনায় মাথায় গুলিবিদ্ধি হয়ে ১৭ বছর বয়সি এক মা ও তার ছয় মাস বয়সি শিশুর মৃ ত্যু ম র্মা ন্তি ক।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ