Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে এখনো উদ্ধার কাজ চলছে। এরমাঝেই ফিলিপাইলের মধ্যাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ ভূকম্পন অনুভূত হয়। ঘটনায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সিএনএ-এর খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত দুইটার পরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের মাসবেত প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার বা প্রায় ৭ মাইল গভীরে।

ফিলিপাইনে গত রাতের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানানো হয়নি। যদিও দেশটির সরকার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়