Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

রাশিয়ান কূটনীতিককে দেশ ছাড়তে বললো নেদারল্যান্ডস 

গুপ্তচর পাঠানোর চেষ্টা করার অভিযোগে রাশিয়ার বেশ কয়েকজন কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডস। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা আলজাজিরা জানায়, মস্কো কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গুপ্তচর আনার চেষ্টা করছে। এমন অভিযোগে কিছু রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতজন কূটনীতিককে দেশ ছাড়তে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি ডাচ সরকার।

এছাড়া রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত নেদারল্যান্ডস কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে নেদারল্যান্ডস।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু পর নেদারল্যান্ডস সরকারের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক বিরোধ শুরু হয়। ওই সময় ১৭ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করে নেদারল্যান্ডস। পাল্টা জবাবে নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া।ত

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়