Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৩

ইউক্রেনে রাশিয়া কখনোই জয় পাবে না : বাইডেন 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি- সংগ্রৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি- সংগ্রৃহীত

রাশিয়া কখনোই ইউক্রেনে জয় পাবে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। 

ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন ঘোষণার কয়েক ঘন্টা পর ওয়ারশতে দীর্ঘ বক্তব্যে বাইডেন এ অঙ্গীকার করেন।

যদিও পুতিন তার রাষ্ট্রীয় ভাষণে সংঘাত উস্কে দেয়ার জন্যে পশ্চিমাদের অভিযুক্ত করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্টার্ট পরমাণু চুক্তি প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন পুতিন। 

তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে অব্যাহত কঠোর নিষেধাজ্ঞা সফল হবে না। তিনি পদ্ধতিগতভাবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।

এর কয়েক ঘন্টা পর ন্যাটো মিত্র পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হতে পারবে না।

তিনি আরো বলেন, এতে কোন সন্দেহ নেই যে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বন্ধ হবে না, ন্যাটো বিভক্ত হবে না এবং আমরা ক্লান্ত হবো না।

এর আগে, ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে কিয়েভ সফর করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বছর পূর্তির আগে আগে তিনি প্রথমবারের মতো এ সফরে যান। 

বাইডেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজেই দুদার সঙ্গেও সাক্ষাৎ করেন এবং বলেন, খুবই জটিল ও গুরুত্বপূর্ণ সময়ে তিনি সফরটি করেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ভিডিও গ্যালারী 

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ