Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ৯ মার্চ ২০২৩

আর্জেন্টিনায় লিওনেল মেসিকে খুনের হুমকি! 

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনা ৩৬ বছর ধরে যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে আসছিলো ২০২২ এর আসলে সে স্বপ্ন পূরণ করে দিয়েছেন তারকা ফুটবলার লিওনেল মেসি। দেশের হয়ে নিজেও ছুঁয়েছেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। কিন্তু এমন কীর্তির পরও তারকা এই ফুটবলা নিজ দেশে  খুনের হুমকি পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি মাররিসিও মার্সি। 

গত শনিবার আর্জেন্টিনার সাবেক রাষ্ট্রপতি মাররিসিও মার্সি তার টুইটারে লিখেছেন, এটি আর্জেন্টিনার জন্য খুবই ভয়ানক একটি খবর। তারা আপনাকে বলতে চেয়েছে যে আপনি মাদক পাচারকারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকতে পারবেন না।

এরপর তিনি লেখেন, সেই সঙ্গে এটি সরকার ও সান্তা ফে-র জন্য একটি সতর্কবাণী। তাই এই সমস্যার মূল উৎপাটনে আপনাকে মাদকের বিরুদ্ধে চূড়ান্তভাবে লড়াই করতে হবে। লিও, আন্তোনেল্লা ও তাদের পরিবারের জন্য সবসময় আমার সমর্থন থাকবে।

এর আগেই বৃহস্পতিবার রাত ৩টায় লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর বাবার বাড়ির মালিকানাধীন রোজারিওতে অবস্থিত একটি সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর সঙ্গে মেসিকেও মৃত্যুর হুমকি দিয়ে একটি বার্তা দিয়েছে তারা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘কাদেনা-৩’ মারফত জানা যায়, গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। তাই বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুজন আততায়ী।

চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

এই ঘটনায় মেসির পরিবার আতঙ্কিত। রোজারিওর মেয়রও এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

তিনি এক বিবৃতিতে জানান, ‘এই ঘটনায় মারাত্মক প্রতিক্রিয়া হচ্ছে আমার। যে বা যারা এই কাজ করেছে তারা বিশ্বাসঘাতক। মেসির উপর আক্রমণের চেয়ে সারা বিশ্বে কোন খবর বেশি গুরুত্বপূর্ণ? আমি মেসির পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা সবাই আতঙ্কিত।’

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ