Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২৫ মার্চ ২০২৩

লন্ডনে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন ৩ খ্রিস্টান যুবক 

বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ মসজিদের মাওলানা এম এ কাদির আল হাসানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ মসজিদের মাওলানা এম এ কাদির আল হাসানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

লন্ডনে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিন খ্রিস্টান যুবক। যুক্তরাজ্যের দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল ও বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদের খতীব মাওলানা এম এ কাদির আল হাসানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

শুক্রবার (২৪ মার্চ) বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদ জুমুআর নামাজ শেষে  তারা ইসলাম গ্রহণের জন্য উপস্থিত হলে খতীব মাওলানা এম এ কাদির আল হাসান তাদেরকে কালিমা পাঠ করান। এসময় তারা পৌত্তলিকতার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবূল করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

পরে মাওলানা কাদির আল হাসান উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে নব মুসলিমদের জন্য বিশেষ মুনাজাত করেন এবং যুবকদের নাম রাখেন যথাক্রমে মোহাম্মদ উমর, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ  আলী।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানেরা নওমুসলিমদের স্বাগত জানিয়ে অভিনন্দন বার্তা পোস্ট করেন।প্রসঙ্গত মওলানা কাদির আল হাসান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার কায়েস্তঘাট চক হাড়িয়ারগাও এর কৃতিসন্তান।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়