Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ৭ এপ্রিল ২০২৩

সাগরে জাপানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিখোঁজ ১০

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমার কাছাকাছি সাগরের মধ্যে বিধ্বস্ত হয় একটি সামরিক উড়োজাহাজ। উড়োজাহাজটি ১০ জন সৈন্যদের নিয়ে যাচ্ছিল এমন সময় সেই বিমানের সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হলে সাগরের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

জাপানের নিরাপত্তা বাহিনী বিমানে থাকা যাত্রীদের জীবিত উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে। 

জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্ল্যাক হক নামে পরিচিত জাপানের সামরিক বাহিনীর একটি ইউএইচ৬০ উড়োজাহাজ সৈন্যদের পরিবহন করছিল। মিয়াকোজিমায় জিএসডিএফের ঘাঁটি থেকে উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর এর সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাগর থেকে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। নিখোঁজ চার উড়োজাহাজ ক্রু এবং ছয় যাত্রীর সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। নিখোঁজদের মধ্যে নামে জিএসডিএফের একজন জ্যেষ্ঠ কমান্ডার রয়েছেন।
সূত্র: রয়টার্স

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ