Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১১ এপ্রিল ২০২৩

মক্কায় ঝরলো প্রশান্তির বৃষ্টি 

মক্কার পবিত্র কাবাঘর

মক্কার পবিত্র কাবাঘর

পবিত্র মক্কা শরীফে বর্তমানে চলছে তাপপ্রবাহের সময়। এই সময়ে সাধারণত অতিমাত্রার গরমের কারণে অতিষ্ঠ থাকে মক্কাবাসীর জীবন। তবে এ গরমেও অনেক হাজী ওমরাহ হজ পালনের জন্য মক্কায় অবস্থান করছেন। এরিমধ্যে সোমবার (১০ এপ্রিল) পবিত্র মক্কায় মুষলধারে বৃষ্টি ঝরেছে। এতে প্রশান্তির ছায়া নেমে এসেছে উষ্ণ মরুর বুকে। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি প্রকাশ করা হয়েছে মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে। এতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।

রমজান মাসে যেহেতু ওমরাহকারীর সংখ্যা সাধারণ সময়ের চেয়ে একটু বেশি থাকে। ফলে এ সময় এমন আবহাওয়া বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে। ওমরাহকারীদের ওমরাহ পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করেন তারা।

এদিকে করোনার সব বিধিনিষেধ তুলে নেওয়ায় এ বছর পবিত্র রমজান মাসে গত দুই বছরের তুলনায় বেশি মানুষ ওমরাহ করতে এসেছেন। এবার সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ মহিমান্বিত এ মাস শেষ হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ