Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৯ এপ্রিল ২০২৩

বিশ্ব বাজারে নিম্নমুখী সোনার দাম 

বাংলাদেশের বাজারে দাম বৃদ্ধির দুই দিনের মাথায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, আর মাত্র একবার সুদের হার বাড়াবে ফেডারেল রিজার্ভ (ফেড)। এরপরই তা বাড়ানো বন্ধ করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকটি। 

ফলে আজ বুধবার (১৯ এপ্রিল) দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০০৩ ডলার ০৩ সেন্টে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৬ ডলার ২০ সেন্টে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ