Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ২৭ এপ্রিল ২০২৩

সুদানে যুদ্ধ : খাদ্য, চিকিৎসার জন্য হাহাকার 

সুদানে চলছে ভয়াবহ যুদ্ধ। যুদ্ধবিরতির মধ্যেই দেশটির রাজধানী খার্তুমে থেমে থেমে চলছে পাল্টাপাল্টি হামলা। নিহতের সংখ্যা বেড়ে পাঁচশ' ছাড়িয়ে গেছে। দেখা দিয়েছে খাদ্য, চিকিৎসা, জ্বালানির তীব্র সংকট।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হবে আগামীকাল শুক্রবার সকালে। যুদ্ধবিরতি চলাকালেই রাজধানী খার্তুমের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ সদস্যরা। 

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এরই মধ্যে কয়েক দফা আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান। 

সহিংস পরিস্থিতিতে রাজধানী খার্তুম ও জনবহুল শহর ওমদুরমানে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি ও অর্থের তীব্র সংকট। বাড়িঘরে চলছে লুটতরাজ। এমনকি লুটেরাদের হামলার শিকার হচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়তে থাকা গাড়ির বহর।

এমন পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের সুদান থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত আছে। সেখানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রথম ধাপে আগামী সপ্তাহে অন্তত পাঁচশ' বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ