Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ১ মে ২০২৩

নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল ছুড়ে মারলেন নারী!

কর্ণাটক রাজ্যে নির্বাচনী প্রচারণার গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কর্ণাটক রাজ্যে নির্বাচনী প্রচারণার গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ি লক্ষ্য করে এক নারী মোবাইল ফোন ছুড়ে মেরেছেন বলে জানা গেছে। রোববার (৩০ এপ্রিল) ভারতের কর্ণাটক রাজ্যে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে।

যদিও মোদিকে আঘাত করার কোনো উদ্দেশ্য ওই নারীর ছিল না উল্লেখ করে কর্ণাটক পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির দিকে যে মোবাইল ফোনটি উড়েছিল সেটি একজন মহিলার। তিনি বিজেপি কর্মী। 

পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ফোনটি চালানো হয়নি। ওই মহিলার হাত থেকে ফোনটি ছিটকে গেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি সদস্যরা ওই নারীকে ফোন ফেরত দেন।

কর্ণাটক পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) অলোক কুমার বলেছেন, পুলিশ ওই মহিলাকে খুঁজে পায়নি। যদি তারা সেই মহিলাকে খুঁজে পায় তবে তারা এটি সম্পর্কে আরও নিশ্চিত হতে পারে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১০ মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রচারের জন্য প্রধানমন্ত্রী রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করেছেন। পরে তিনি রোড শোও করেন। মাইসুরুতে রোড শো চলাকালীন মোদির গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

ঘটনার সময় প্রধানমন্ত্রী একটি বিশেষ গাড়িতে চড়ে জনতার দিকে হাত নাড়ছিলেন। তাকে দেখতে আশেপাশে ভিড় জমে যায়। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটা মোবাইল ফোন হঠাৎ উড়ে গেল। যদিও ফোন স্পর্শ করেনি মোদী। তিনি গাড়ির সামনে পড়ে যান।

এদিকে এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়