Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ৪ মে ২০২৩

পাকিস্তানে গুলি করে শিক্ষকসহ ৮ জনকে হত্যা 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পৃথক গুলির ঘটনায় সাত শিক্ষকসহ অন্তত আট জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) ঐ প্রদেশের কুররাম জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি দেশটির সংবাদমাধ্যম দ্য ডন অনলাইনে জানান, প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটে শালোজান রোডে। ঐ ঘটনায় একজন নিহত হন। এর কিছুক্ষণ পর, একটি স্কুলে অন্য এক গুলির ঘটনায় সাত শিক্ষক নিহত হন।

এ ব্যাপারে পুলিশের তাৎক্ষনিক মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর বেশিরভাগ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে। এই এলাকা দুটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নভেম্বর মাসে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ