Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ৬ মে ২০২৩

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার পাশে দাঁড়ালেন মোদি

বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পক্ষ নিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবির প্রশংসাও করেছেন তিনি।

শত প্রতিকূলতা সত্ত্বেও শুক্রবার (৫ মে) মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। এই ছবি নিষিদ্ধ করার পক্ষে ছিল কেরলের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই ছবিকে প্রচারমূলক (প্রোপাগান্ডা) ছবি বলেও উল্লেখ করেছেন।

এই ছবির পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘দ্য কেরালা স্টোরি ছবিটি সমাজের অন্দরে বাসা বেঁধে থাকা সন্ত্রাসবাদের মুখোশকে প্রকাশ্যে আনবে। কেরলের মতো একটা সুন্দর জায়গা, যেখানকার লোকজন এত বুদ্ধিমান, মেধাবী, সেখানে এই ধরনের সন্ত্রাসবাদ সমাজের চূড়ান্ত ক্ষতি করছে। আর কংগ্রেস পার্টি এমনই একটা ছবিকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে! এরা শুধু উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে সব কিছু নিষিদ্ধ করতে জানে।’

কংগ্রেসকে আক্রমণ করে মোদি আরও বলেন,‘কংগ্রেস পার্টি আসলে সন্ত্রাসবাদকে মদত দিতে চাইছে। সেই কারণে এই ছবিকে নিষিদ্ধ করতে চাইছে। তাতে তারা আদতে সন্ত্রাসবাদকে সমর্থন করছে।’

তিনি আরও বলেন, ‘আসলে এখন সন্ত্রাস যে শুধু গুলি-বোমা দিয়ে চালিত হয়, এমনটা নয়। একটা সমাজকে ভিতরে ভিতরে শেষ করে দেওয়াটাও সন্ত্রাস। এই ছবি সেই মুখোশটাই প্রকাশ্যে আনবে। কংগ্রেসের কারণে সন্ত্রাসবাদ নিয়ে ভুগতে হয়েছে এই দেশকে।’

সামনে ভারতের কর্নাটক রাজ্যের বিধানসভা নির্বাচন। আপাতত দক্ষিণ ভারতেই নির্বাচনী প্রচারে রয়েছেন মোদি। সেখানেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

সূত্র- আনন্দবাজার

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়