Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১৬ মে ২০২৩

নিউজিল্যান্ডের রাজধানীতে আগুন লেগে ৬ জনের মৃ ত্যু 

অগ্নিকাণ্ডের ঘটনার শিকার হোস্টেল ভবন। ছবি- ব্লুমবার্গ

অগ্নিকাণ্ডের ঘটনার শিকার হোস্টেল ভবন। ছবি- ব্লুমবার্গ

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা‍য় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। ফলে ধারণা করা হচ্ছে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। 

পুলিশ জানিয়েছে, মধ্যরাতের পরে মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে নগরীর নিউটাউন এলাকার লোফার্স লজের চারতলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর তথ্য জানানো হলেও অনেকে নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা পুলিশের।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন মারা গেছেন। মনে হচ্ছে লাশের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির পুলিশ বলেছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃতের সংখ্যা ১০ এর কম। তবে আমরা বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নির্দিষ্ট কিছু বলতে পারছি না।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়