Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ২৮ মে ২০২৩
আপডেট: ১২:৩১, ২৮ মে ২০২৩

নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশ কর্মীকে গ্রেফতার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নেদারল্যান্ডসে বিক্ষোভকালে এক্সটিংশান রিবিলিয়ন জলবায়ু গ্রুপের দেড় হাজারের বেশি পরিবেশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডাচ পুলিশ। শনিবার (২৭ মে) দ্য হেগে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের একটি মটরওয়ে সেকশনে এ ঘটনা ঘটে। 

জীবাশ্ম জ্বালানিতে নেদারল্যান্ডস সরকারের ভুর্তুকির প্রতিবাদে অ্যাক্টিভিস্টরা প্রধান সড়কের মোটর সেকশন বন্ধ করে দেয়। 

এ সময়ে পুলিশ জলকামান ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং ১ হাজার ৫৭৯ পরিবেশকর্মীকে আটক করে। এদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে ডাচ পুলিশ কতৃপক্ষ। 

এক্সটিংশান রিবিলিয়ন জানিয়েছে, বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নেয়। দ্য হেগে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এই নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু এবারই এতো বেশি সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া অ্যন ক্যারেভার্স (৩১) গণমাধ্যমকে বলেছেন, জলবায়ু সংকটের কারণটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়