Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ৪ জুন ২০২৩

ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা সংগ্রহে ব্যর্থ জাতিসংঘ

ইসরায়েল কর্তৃক অধিকৃত অঞ্চল ও প্রতিবেশী দেশে অবস্থান করা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য প্রয়োজনীয় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে মাত্র ১০৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তা তুলতে পেরেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা - ইউএনআরডব্লিউএ।

ইউএনআরডব্লিউএ অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে—জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এমন সতর্কবার্তার পর গতকাল শুক্রবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অর্থ সহায়তা নিয়ে একটি অঙ্গীকার সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গতকাল দাতারা ৮১২ দশমিক ৩ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে নতুন করে দেওয়ার ঘোষণা আসে মাত্র ১০৭ দশমিক ২ মিলিয়ন ডলারের। কোন কোন দেশ নতুন করে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাও জানায়নি সংস্থাটি।

ইউএনআরডব্লিউএ-এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, অর্থ সহায়তা নিয়ে নতুন অঙ্গীকার করার জন্য ধন্যবাদ। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সাত শতাধিক স্কুল ও ১৪০টি ক্লিনিক খোলা রাখতে তা অপর্যাপ্ত।

তিনি বলেন, অর্থ সহায়তা তুলতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাব। তাদের মধ্যে স্বাগতিক দেশও থাকবে।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লাজারিনি বলেছিলেন, এ বছরের শেষ অব্দি তাদের সব ধরনের সেবা চালু রাখতে ১৫০ মিলিয়ন ডলার লাগবে। আর ২০২৪ সালে কোনো দেনা ছাড়া কাজ শুরু করতে হলে আরো ৫০ মিলিয়ন প্রয়োজন হবে।

এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য কর্মসূচি সচল রাখতে ৭৫ মিলিয়ন এবং সিরিয়া ও লেবাননে নগদ অর্থ সহায়তা কর্মসূচির জন্য প্রায় ৩০ মিলিয়ন ডলার দরকার।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়