Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ১১ জুন ২০২৩

পাকিস্তানে ভারী বর্ষণে অন্তত ২৮ জনের মৃত্যু 

ভারী বর্ষণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সড়কে পানি ওঠে গেছে। ছবি- সংগৃহীত

ভারী বর্ষণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সড়কে পানি ওঠে গেছে। ছবি- সংগৃহীত

অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝেই পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৪৫ জন। রোববার (১১ জুন) পাকিস্তান টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়ার পর হতাহতের ঘটনা ঘটেছে। খাইবার পাখতুন প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত ও কারাক জেলায় এ ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন।

খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের চারটি জেলায় এসব নিহতের খবর পাওয়া গেছে। ৬৯টি বাড়ি আংশিক ধ্বংস হয়েছে। এছাড়া উপড়েপড়া গাছ বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে ভেঙে পড়াসহ বৃষ্টি সংক্রান্ত নানা ঘটনায় আরো ১৪৫ জন আহত হয়েছেন।

এর আগে, গত মাসে পাকিস্তানে গিলগিট-বালতিস্তানের আস্তোর জেলায় হঠাৎ তুষারধসের ঘটনায় নারী ও শিশুসহ ১১ জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছিল আরো ২৬ জন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়