Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ১৭ জুন ২০২৩

উগান্ডায় বিদ্যালয়ে সন্ত্রাসী হামলা, শিশুসহ ২৫ জন নি হ ত 

পশ্চিম উগান্ডার একটি বিদ্যালয়ে ইসলামিক স্টেট গ্রুপের হামলায় শিশুসহ অন্তত ২৫ জন নি হ ত হয়েছেন। এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটা হামলার এই ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি নিউজ।

উগান্ডা পুলিশ বলছে, শুক্রবারের ( ১৬ জুন ) হামলাটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দ্বারা পরিচালিত হয়। এটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি) ভিত্তিক উগান্ডার একটি গ্রুপ। ডিআরসি-তে বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যাওয়া দলটিকে সেনারা তাড়া করছে।

আজ শনিবার ( ১৭ জুন ) জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাগা এক বিবৃতিতে বলেছেন, এখন পর্যন্ত স্কুল থেকে ২৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাতে হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়।

উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম (১.২৫ মাইল) দূরত্বে অবস্থিত এই স্কুলে হামলা হলো। ১৯৯৮ সালের জুনে , ডিআরসি সীমান্তের কাছে কিচওয়াম্বা টেকনিক্যাল ইনস্টিটিউটে হামলায় ৮০ জন ছাত্রকে তাদের ছাত্রাবাসে পুড়িয়ে মারা হয়েছিল। এবং শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়