Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ৪ জুলাই ২০২৩

পরিবারের সম্মান বাঁচাতে ২ মেয়ে গুলি করে মা রলেন বাবা! 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাকিস্তানের পাঞ্জাবে পারিবারিক সম্মান রক্ষায় দুই মেয়েকে গুলি করে হ-ত্যা করেছেন এক বাবা। আজ মঙ্গলবার (৪ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের কাসুর জেলার হাভেলি নাথোয়ালি এলাকায় সাইদ নামে এক ব্যক্তি পারিবারিক সম্মান রক্ষায় তার দুই মেয়েকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় দুজনই। মেয়েদের হত্যা করার পর ঘটনাস্থল থেকে অবশ্য পালিয়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘাতকের খোঁজে তল্লাশি চলছে।

এদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে গুজরানওয়ালা শহরের স্যাটেলাইট টাউন এলাকায় ১২ বছর বয়সী এক কিশোর পরিবারের সম্মান রক্ষায় তার মাকে হত্যা করে।

এক ‍বিবৃতিতে পুলিশ জানায়, ওই কিশোর রাস্তার মাঝখানে তার মাকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার খালা আহত হন। পরে ঘটনাস্থল থেকে খালাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

ওই কিশোর তার মাকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়