Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ৯ জুলাই ২০২৩

কিশোরীর ‘যৌ ন তা পূর্ণ ছবি’ যেভাবে বিবিসি উপস্থাপকের হাতে এলো 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক কিশোরীর যৌনতাপূর্ণ ছবি নেয়ার অভিযোগ ওঠেছে। প্রায় তিন বছর ধরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই কিশোরীর কাছ থেকে তিনি যৌ ন তা পূ র্ণ ছবি নিয়েছেন অভিযোগ ওই কিশোরীর মায়ের। 

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান এরিমধ্যে কিশোরীর মায়ের অভিযোগের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বিবিসির উপস্থাপকের বিষয়ে এসব অভিযোগের কথা বলা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিবিসি।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই উপস্থাপক কিশোরীর কাছ থেকে তিন বছর ধরে অর্থের বিনিময়ে তার যৌনতাপূর্ণ ছবি নিয়েছেন। তিনি ২০ বছরের কিশোরীকে সবমিলিয়ে ৩৫ হাজারের বেশি পাউন্ড দিয়েছেন।

কিশোরীর মা শুক্রবার (৭ জুলাই) সানকে জানিয়েছেন, যৌনতাপূর্ণ ছবির জন্য বিবিসির উপস্থাপক তার কিশোরী মেয়েকে অর্থ দিয়েছেন। মেয়ের ফোনে তার অন্তর্বাস পরা ছবি দেখে তিনি বিষয়টি স্পষ্ট হয়েছেন।

তিনি বলেন, আমি ওই তারকা উপস্থাপককে টিভিতে দেখতে পছন্দ করি। হঠাৎ তার বাসায় ছোফাতে শুধু অন্তর্বাস পরা ছবি দেখে তাকে আামি চিনতে পেরেছি। খুব মর্মাহত হয়েছি।

কিশোরীর মা অভিযোগ করেন, একটি ছবিতে তিনি ওই উপস্থাপককে তার মেয়ের প্রতি যৌনতার ইঙ্গিত করা দেখতে পান। মেয়েও বলেছে, তাকে কিছু যৌনতাপূর্ণ ছবি সে পাঠিয়েছে।

সান বলছে, অভিযুক্ত এখন বিবিসির কোনো অনুষ্ঠান উপস্থাপন করছেন না। তবে তার বিরুদ্ধে তদন্ত চললেও তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি।

ওই কিশোরীর মা বলেছেন, জুনেও মেয়ে আমাকে বলেছে, এক হাজার পাউন্ড পেয়েছে সে। আমরা এর তদন্ত চাই না। শুধু বিবিসিকে বলব, তাকে থামান।

অভিযুক্ত উপস্থাপক সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছেন। আর বিবিসির এক মুখপাত্র বলেছেন, তারা বিষয়টি তদন্ত করছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়