Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ১১ জুলাই ২০২৩

অর্থের বিনিময়ে কিশোরীর ‘আপত্তিকর’ ছবি, বিবিসি উপস্থাপক বরখাস্ত

অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘আপত্তিকর’ ছবি তোলার অভিযোগে এক উপস্থাপককে বরখাস্ত করেছে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রধান কার্যালয় বিবিসি লন্ডন। এ ঘটনা সংশ্লিষ্টতার কারণে আরেক কর্মীকেও বরখাস্ত করা হয়েছে।

বিবিসি সূত্রে জানা গেছে, ওই পুরুষ উপস্থাপক এক কিশোরীকে কয়েক হাজার পাউন্ড দিয়ে তার যৌনতাপূর্ণ ছবি তুলেছেন।

গত মে মাসে এ বিষয়ে প্রথম অভিযোগ পায় সংবাদমাধ্যমটি। তারপর গত বৃহস্পতিবার আবারো নতুন করে অভিযোগ আসে তার বিরুদ্ধে। রোববার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় বলেও জানায় বিবিসি।

অবশ্য লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়টি সম্পর্কে অবগত তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ তারা পাননি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে এ ঘটনার তদন্ত শুরু হবে বলেও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।

যুক্তরাজ্যের দৈনিক দ্য সানের প্রতিবেদন অনুসরারে, এমন ছবি তোলার জন্য কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড প্রদান করেছেন বিবিসির ওই উপস্থাপক। গত ১৯ মে বিবিসিকে এ সম্পর্কে লিখিত অভিযোগ জানায় ওই কিশোরীর পরিবার।

এদিকে অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সাথে বৈঠক করেন। বৈঠকে ঘটনাটিকে মারাত্মক উদ্বেগজনক বলে বলে মন্তব্য করেন তিনি। তারপরই ওই উপস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিবিসি কর্তৃপক্ষ।

এক টুইটে লুসি ফ্রেজারর বলেন, ডেভিড ( বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দ্রুত তদন্ত করবে৷

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়