Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ১২ আগস্ট ২০২৩

এক ঘণ্টায় কারামুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট

দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা কারামুক্তি পেয়েছেন। তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হলেও তিনি মাত্র দুমাস কারাভোগ করেন। শুক্রবার (১১ আগস্ট) দেশটির কোয়াজুলু প্রদেশের নাটালের একটি কারাগারে আত্মসমর্পণ করলে এক ঘণ্টার মধ্যে সাজার মেয়াদ কমিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। খবর-ভয়েস অব আমেরিকার।

এর আগে ২০২১ সালে দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টকে এ কারাদণ্ড দেয় দেশটির সর্বোচ্চ আদালত। পরে তিনি মাত্র দুমাস কারাভোগ করে মেডিকেল প্যারোলে মুক্তি নিয়ে ছিলেন।

শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার পর ৮১ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা করে দিয়ে বাকি সাজা থেকে মুক্তি দেওয়া হয়। মূলত দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কম ঝুঁকিপূর্ণ কারাগারের জনসংখ্যা কমানোর কর্মসূচির অংশ হিসেবে এ মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২১ সালে জুমাকে কারাগারে পঠানোর পর কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদে সহিংস বিক্ষোভে অন্ত ৩০০ জন নিহত হন।

আইনিউজ/উইএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়