Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ১৩ আগস্ট ২০২৩

হাওয়াইয়ে দাবানল: পানিতে ভাসছিলো পোড়া দে হ 

ছবি- অনলাইন

ছবি- অনলাইন

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্মরণকালের ভয়াবহ দাবানলের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। ঘটনার ভয়াবহতা এতোটাই ভয়ংকর যে এরিমধ্যে দলবেঁধে শহর ছাড়ছেন অনেকেই। দাবানল শুরুর পর অনেকেই বাঁচতে পানিতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি তাদের। শুক্রবার ও শনিবারে ফায়ার সার্ভিস কর্মীরা লেকের পানি থেকে উদ্ধার করেছেন একাধিক পোড়া ম র দে হ।  

এদিকে দাবানলের এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে দুই হাজারের বেশি ঘরবাড়ি। এতে কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।

রাজ্যের গভর্নর জশ গ্রিন সাংবাদিকদের বলেছেন, এ পর্যন্ত ৮৯ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। আমরা জনগণকে তার জন্য প্রস্তত হতে বলছি।ক

ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানিয়েছে, দাবানলে ২ হাজার ২০০টিরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে নাহয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্নির্মাণে অন্তত ৫৫০ কোটি মার্কিন ডলার দরকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাওয়াইয়ের এক আইনপ্রণেতা অভিযোগ করেছেন, কর্মকর্তারা দাবানলের ভয়াবহতাকে অবহেলা করার কারণেই এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ বলেছে, তারা এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করতে চলেছে।

মাউই দ্বীপের ঐতিহাসিক শহর লাহাইনার বাসিন্দা অ্যান্টনি গার্সিয়া বলেছেন, তিনি যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন, সেটি দাবানলে ধ্বংস হয়ে গেছে এবং তার সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শহরটিতে প্রায় তিন দশক ধরে বসবাস করা ৮০ বছর বয়সী এ বৃদ্ধ বলেন, সব নিয়ে গেছে, সব। এটি বেদনাদায়ক। এগুলো সামলানো কঠিন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়