Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২০ আগস্ট ২০২৩

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৬ জনের মৃ ত্যু

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ান শহরে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃ ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। খবর জিও নিউজের।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়,  রোববার (২০ আগস্ট) পিন্ডি ভাট্টিয়ান শহরের ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

জিও নিউজের প্রতিবেদন বলছে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পথে ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় ডিজেল বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরপরই বাসটিতে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আশেপাশের লোকজন বাসের জানালা ভেঙে যাত্রীদের নামানোর চেষ্টা করে।চ

প্রসঙ্গত, গত জুনে পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুই শিশু রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়