Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৮, ২০ আগস্ট ২০২৩
আপডেট: ১১:১১, ২০ আগস্ট ২০২৩

নবীগঞ্জে চা শ্রমিকদের দাবীদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বসবে মন্ত্রীপরিষদ বিভাগ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের পাওনা বেতন ও অন্যান্য ভাতা দি পরিশোধের লক্ষ্যে আগামী ২২ আগস্ট বেলা ১২টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহ, বাংলাদেশ চা বোর্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক হবিগঞ্জ ও মালিকপক্ষের সাথে বৈঠকে বসবে মন্ত্রী পরিষদ বিভাগ। 

নবীগঞ্জের ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিক  এর দীর্ঘদিন যাবত বেতন ও অন্যান্য ভাতাদি পাচ্ছে না। দীর্ঘ ৬ সপ্তাহ যাবত সাপ্তাহিক তলব ও রেশন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে চা শ্রমিকরা। গত ১১ জুলাই বিভাগীয় শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল, মৌলভীবাজারে ইমাম ও বাওয়ানি বাগানের শ্রমিকরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও মালিকপক্ষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী মালিকপক্ষ তাদের প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করার প্রেক্ষিতে পুনরায় ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার  কর্মকর্তা, বাগানের শ্রমিকরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ এবং ইমাম বাওয়ানি বাগানের মালিকপক্ষ একটি বৈঠক করেন।  বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুলাই বকেয়া তলব রেশন ও বিগত দুই বছরের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত হয় । এ অর্থ পরিশোধের জন্য মালিকপক্ষ অঙ্গীকার করলেও তা পরিশোধ করেননি৷ বিষয়টি হবিগঞ্জের জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করলে মন্ত্রী পরিষদ বিভাগ আগামী ২২ আগস্ট মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভাটি ডেকেছে।

এই সভার বিষয়ে ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের অবহিত করে ১৯ আগষ্ট সকাল ১০টায় বাগানে আসেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল আলম, ।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও উপজেলা নির্বাহী কর্তকর্তা ইমরান শাহারীয়ার। শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে একমত পোষণ করে ২২ আগস্ট মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় বিষয়টি দ্রুত সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়