Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৩

ভারতকে নিজেদের বন্ধু বলে জানালো সৌদি আরব 

এক ছবিতে ভারত এবং সৌদি আরবের আলোচিত দুই নেতা। ছবি- সংগৃহীত

এক ছবিতে ভারত এবং সৌদি আরবের আলোচিত দুই নেতা। ছবি- সংগৃহীত

ভারতকে নিজেদের বন্ধু আখ্যা দিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ভারত আমাদের বন্ধু, তারা গত ৭০ বছর ধরে সৌদি আরব গড়ায় আমাদের সাহায্য করছে। ভারতে অনেক সৌদি প্রকল্প রয়েছে, উন্নয়নে সহায়তা করছে।

জি২০ শীর্ষ সম্মেলনের পর ভারতে ক্রাউন প্রিন্সের রাষ্ট্রীয় সফর অনেক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য টার্নিং পয়েন্টে পরিণত হতে চলেছে। খবর- আরব নিউজের

ক্রাউন প্রিন্স সালমান শনিবার জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যান। এরপর তার ভারতে রাষ্ট্রীয় সফর শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে হওয়া এই সফরে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে।

নয়া দিল্লিতে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ক্রাউন প্রিন্স বলেন, ‌ভারতে এসে আমরা খুব খুশি। ভারত ও আরব উপদ্বীপের মধ্যে সম্পর্ক হাজার বছরের পুরনো। আমাদের মধ্যকার সম্পর্ক সৌদি আরবে আমাদের ডিএনএর মধ্যে রয়েছে।

সোমবার দুই দেশ জ্বালানি, পেট্রোক্যামিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ও শিল্পখাতে বেশ কয়েকটি চুক্তি সই করে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ। অনুষ্ঠানে তিনি বলেন, 'ভারতে এসে আমি খুবই আনন্দিত। জি-২০ সম্মেলনের জন্য ভারতকে অভিনন্দন জানাই।'

সালমান বললেন, উভয় দেশের জন্য একটি ভালো ভবিষ্যত তৈরি করতে আমরা একসঙ্গে কাজ করব।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়