Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ৮ নভেম্বর ২০২৩

বিশ্ব বাজারে আরও কমল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম।

আন্তর্জাতিক বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম।

আন্তর্জাতিক স্বর্ণের বাজারে আরেক দফা সোনার দরপতন ঘটেছে। ফলে দুই সপ্তাহের মধ্যে মূল্যবাণ এ স্বর্ণালি ধাতুটির দাম সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। 

বুধবার (৮ নভেম্বর) সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সুদের হার অপরিবর্তিত রাখা কিংবা বাড়ানোর আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। এর ফলে সোনার দাম কমেছে।

এর আগে মঙ্গলবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৬৮ ডলার ০৯৮৮ সেন্টে। একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক সোনার মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৭৩ ডলার ৫০ সেন্টে। এছাড়া একই দিনে ডলারের মান বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ, যা সোনার মূল্য হ্রাসের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে।

গেইনসভিল কয়েনের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলম্যান বলেন, ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশার ভিত্তিতে সোনার দাম এই স্তরে নেমেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যত দ্রুত তা কমাবে, ততই বুলিয়ন মার্কেটের জন্য শ্রেয় হবে।

সাধারণত সুদহার কমলে বিনিয়োগকারীদের কাছে সোনার আবেদন বেড়ে যায়। এর ফলে দামও বৃদ্ধি পায়। আর সুদহার বাড়লে আকর্ষণ হারায় মূল্যবান ধাতুটির। ফলে দামও কমে যায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়