Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ১৩ নভেম্বর ২০২৩

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নি হ ত

মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। ছবি- অনলাইন

মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। ছবি- অনলাইন

ভূমধ্যসাগরের একটি অংশে প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নি হ ত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে রিফুয়েলিং করার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। খবর: বিবিসি 

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। যদিও হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, জাহাজ এবং বহু যুদ্ধবিমান নিয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, সেনা সদস্যরা ‘আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন। নিহত সকব যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।’

টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়