Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ২৮ ডিসেম্বর ২০২৩

নিজেদের ‘ব্যাট’ মার্কা ফিরে পেল ইমরান খানের দল

দলীয় প্রতীক ব্যাট হাতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। (কারাগারে যাওয়ার আগে)। ছবি- সংগৃহীত

দলীয় প্রতীক ব্যাট হাতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। (কারাগারে যাওয়ার আগে)। ছবি- সংগৃহীত

নিজেদের দলীয় প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ ফিরে পেয়েছে পাকিস্তানের সাবেক আলোচিত প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তানের আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে ক্রিকেট ‘ব্যাট’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে দলটি। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পাকিস্তানের পেশোয়ার হাইকোর্ট এ আদেশ দেন। 

এর আগে গেল সপ্তাহে পিটিআইয়ের দলীয় প্রতীক ‘ব্যাট’ বাতিল করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) প্রতীক বাতিলের এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে ইমরান খানের দল পিটিআই। 

পিটিআইয়ের আইনজীবী সৈয়দ আলী জাফর বলেন, পিটিআইয়ের নির্বাচনি প্রতীক ‘ব্যাট’ বাতিল করে আদেশ জারি করেছিল নির্বাচন কমিশন। অন্যায্যভাবে জারি করা এ আদেশ স্থগিত করেছেন পেশোয়ার হাইকোর্ট। একই সঙ্গে প্রতীক ফিরিয়ে দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত। 

এদিকে দলটির প্রধান নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রদ্রোহ, দুর্নীতিসহ একাধিক মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। এ কারণে সম্প্রতি অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে। তবে সংবিধান মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত শুক্রবার দলটির প্রতীক বাতিল করে কমিশন। 

যদিও পিটিআইয়ের দাবি, আসন্ন জাতীয় পরিষদ নির্বাচন সামনে রেখে ইমরান খান ও তাঁর দলকে আইনি জটিলতায় ফেলতে নির্বাচন কমিশন এমন আদেশ দেয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। 

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। গত বছর পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয় মরান খানকে। ক্ষমতাচ্যুত হবার পর ইমরান খান একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তোলেছেন, মূলত যুক্তরাষ্ট্রের চাপের কারণে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। যদিও ওয়াশিংটন বরাবরই ইমরানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়