Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ৩ জানুয়ারি ২০২৪

নিউজিল্যান্ডে নববর্ষের ছুটিতে সড়ক দু*র্ঘটনায় ১৯ জন নি হ ত 

নিউজিল্যান্ডে গত পাঁচ বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডে গত পাঁচ বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডে নববর্ষের ছুটির সময়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বিভাগ। নি হ তে র এই পরিমাণ দেশটিতে পাঁচ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। 

আজ বুধবার (৩ জানুয়ারি) দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে।

দেশটিতে সড়ক নিরাপত্তা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএ)। 

এএ’র সড়ক নিরাপত্তার মুখপাত্র ডিলান থমসেন বলেছেন, ভালো চালকদের ক্ষেত্রেও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তিনি চালকদের আত্মতুষ্ট না হওয়ার জন্য সতর্ক করেছেন।

স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তায় চালকদের সিটবেল্ট না পরার কারণে প্রচুর দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৩৭২।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়