আন্তর্জাতিক ডেস্ক
গাজায় গণহত্যা ঠেকানোর নির্দেশ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রায়
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রাথমিক রায় দিয়েছেন আইসিজের বিচারিকরা।
ফিলিস্তিনের গাজা ইস্যু নিয়ে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রাথমিক রায় দিয়েছেন আইসিজের বিচারিকরা। আইসিজের প্রাথমিক রায়ে গাজায় গণহত্যা ঠেকানোর পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালত।
শুক্রবার (২৬ জানুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অন্তর্বতীকালীন আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারিকরা। আইসিজে যখন এই আদেশ দিচ্ছিলেন, তখনো গাজায় চলছিল ইসরায়েলি হামলা। শুক্রবারের হামলা পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন মোট ২৬ হাজার ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংসই নারী ও শিশু।
এদিকে, আন্তর্জাতিক আদালতের প্রাথমিক এই রায়ে ফিলিস্তিনের পক্ষে থাকা নাখোশ বিশ্ব মহলের অনেক নেতা। তাঁরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের রায়ে 'গণহত্যা' বন্ধ বা 'যুদ্ধবিরতি'র উল্লেখ না থাকাটা হতাশাজনক। আইসিজের এ রায়ে ইসরায়েল আসলে কতোটুকু থামবে তা নিয়েও সংশয় আছে।
শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ পড়ে শোনান, আইসিজের প্রেসিডেন্ট জোয়ান ডানেহিউ। আদেশে বলা হয়- গাজায় গণহত্যা বলে বিবেচিত হতে পারে, এমন কোনো কর্মকাণ্ড রোধে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে। একইসঙ্গে দেশটির ইসরায়েলের সামরিক বাহিনী যেন গণহত্যার জড়িয়ে না পড়ে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে।
আদেশে গাজায় গণহত্যার জন্য উসকানিমূলক কোনো মন্তব্য প্রকাশে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলকে। কেউ এ ধরনের মন্তব্য করলে তাঁকে শাস্তির আওতায় আনার নির্দেশও দিয়েছেন আইসিজে। এ ছাড়া, দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলা ব্যবহার করা যায়- গাজায় থাকা এমন প্রমাণ ধ্বংস রোধের বিষয়টিও। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহ করার ক্ষেত্রেও ইসরায়েলকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
আইসিজের প্রাথমিক রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আগের মতোই সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা 'আপত্তিকর'। ইসরায়েলের নিজেদের দেশকে রক্ষা করার অধিকার আছে।
সবশেষ, একদিকে যখন আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে প্রাথমিক রায় শোনানো হচ্ছিল, তখনো আমেরিকার কাছে যুদ্ধের জন্য অস্ত্র চেয়েছে ইসরায়েলে। আমেরিকাও পূর্বের মতোই ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!