আন্তর্জাতিক ডেস্ক
১৪ বছরের জেলের সাজা পেলেন ইমরান ও বুশরা বিবি
তাঁদের দুজনকে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানী রুপি করে জরিমানা করেছেন আদালত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে পাকিস্তানের আদালত। বুধবার (৩১ জানুয়ারি) দেশটির দুর্নীতিবিরোধী একটি বিশেষ আদালত এ রায় দেন।
এই রায়ের আগের দিন গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) অন্য আরেকটি মামলায় ইমরান খানকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এর আগে গত আগস্টে পৃথক একটি মামলায় তিন বছরের সাজা হয় তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের।
কোনো কোনো রাজনীতি বিশ্লেষকের ধারণা, পাকিস্তানের আসন্ন নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে এ ধরনের রায় আসবে, এটা পিটিআইর নেতাকর্মীরা অনেকটা আগেই বুঝতে পারছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে এমন রায় হয়, তাঁরা পরে মুক্তিও পান। তবে, ইমরান খানের সহকর্মীরা এই রায়ে মনোবল হারিয়ে ফেলেন নাকি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর পাল্টা জবাব দেন, সেটাই এখন দেখার বিষয়।
বুধবার পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর (এএনবি) করা মামলায় ইমরান ও বুশরা বিবিকে ১৪ বছরের জেলের সাজা দেওয়া হয়। গত মাসে করা এই মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতায় থাকাকালে পাওয়া উপহার কম দামে কিনে নিয়েছেন ইমরান ও বুশরা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপহার দেওয়া গয়না সেট কম দামে কিনে নেওয়ায় দোষি সাব্যস্ত করা হয়ে তাঁদের দুজনকে।
আদালতের ঘোষিত রায় অনুযায়ী ইমরান খান ও বুশরা বিবি আগামী ১০ বছর সরকারি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। পাশাপাশি তাঁদের দুজনকে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানী রুপি করে জরিমানা করেছেন আদালত। যদিও, রায় ঘোষণার সময় বুশরা বিবি উপস্থিত ছিলেন না।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!