আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে প্রাপ্ত নির্বাচনী ফলাফলে এগিয়ে ইমরান খানের প্রার্থীরা
প্রাথমিক ফলাফল পাওয়ার পর পিটিআই পার্টির সমর্থকদের উল্লাস। ছবি- সংগৃহীত
পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবছর পাকিস্তানের নির্বাচন আলোচনায় ছিল কারণ, দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং শীর্ষ রাজনৈতিক দল পিটিআই- এর নেতা ইমরান খান ভোটের সময় কারাবন্দী ছিলেন। কারাগার থেকে ভোট দিলেও এবছর নির্বাচনে অংশ নিতে পারেন নি ইমরান। তবে, পিটিআই এর প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন তাঁরাই।
পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে, অন্যদের চেয়ে এগিয়ে আছেন ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা পর্যন্ত ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে বলে সবশেষ খবরে জানা গেছে। এরমধ্যে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৯টি আসন। নওয়াজ শরীফের মুসলিম লীগ-এন পেয়েছে ৭১টি আসন। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫৩টি আসন।
এছাড়া অন্যান্য দল এবং স্বতন্ত্ররা পেয়েছেন ২৭টি আসন। একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। ফলাফল ঘোষণার বাকি আরো ১৫ আসনের।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। কারাগারে বন্দি থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি ইমরান খান। এছাড়া তার দলকে নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। ফলে ইমরানের দলের লোকেরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও তারা বাজিমাত করেছে।
পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৬টি আসনে ভোটাভুটি হয়েছে। জাতীয় পরিষদে মোট আসন হলো ৩৩৬টি। ২৬৬টিতে ভোট হলেও বাকি আসনগুলো নারী ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত।
গতকাল প্রাথমিক ফলাফল পাওয়ার পর পিটিআই জানায়, এবার তারা এককভাবে সরকার গঠন করবে। সরকার গঠনে অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট গঠন করতে হবে না। তবে পিছিয়ে থাকা নওয়াজ শরীফের দল জানিয়েছে, তারা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারাই সরকার গঠন করবে।
যদিও এখন পর্যন্ত কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে শেষ পর্যন্ত দেশটিতে জোট সরকার গঠিত হবে কি-না সে নিয়ে জোর গুঞ্জন চলছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!