আন্তর্জাতিক ডেস্ক
ইরান-ইসরায়েলের যুদ্ধ, নেপথ্যে কী?
ছবি- সংগৃহীত
ফিলিস্তিনের হামাস এবং ইসরায়েলের মধ্যকার দীর্ঘমেয়াদি স ং ঘা তে র মধ্যে শুরু হয়েছে ইরান-ইসরায়েল সংঘাত। ইরানে ইসরায়েলের করা একটি হামলার জবাবে ইসরায়েলে হা ম লা চালিয়েছে ইরানও। ইরান বলছে, ইসরায়েল যে হা ম লা করবে এ ব্যাপারে তাঁরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলো আগেই। যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করে বলেছে, ইরানে ইসরায়েলের কোনো হা ম লা য় অংশ নেবে না মার্কিন বাহিনী।
ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রোববার (১৪ এপ্রিল) গভীর রাতে সরাসরি ইসরায়েলের ওপর এই হা ম লা শুরু করে ইরান। ইরানের নজিরবিহীন এই হা ম লা য় ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটছে। জেরুজালেম ও তেল আবিবসহ পুরো ইসরায়েলজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নজিরবিহীন হা ম লা চালানো শুরু করেছে এবং তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলজুড়ে শহরগুলোতে বিমান হা ম লা র সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এদিকে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষে প ণা স্ত্র এবং ড্রোনগুলোকে গুলি করে ধ্বং স করার কাজে ইসরায়েলি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে।
এদিকে স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশরও বেশি ড্রোন ও ক্ষে প ণা স্ত্র ছোড়ে ইরান। এখন পর্যন্ত ইরানের হামলার জবাবে পাল্টা কোনো হা ম লা চালায়নি ইসরায়েল। তবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী বেনি গানজ বলেছেন, যখন উপযুক্ত সময় আসবে তখন ইরানের ওপর প্রতিশোধ নেবেন তারা।
বেনি গানজ বলেছেন, “আমরা একটি আঞ্চলিক জোট গঠন করব এবং যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমরা ইরানের ওপর প্রতিশোধ নেব।”
সরায়েল দাবি করেছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষে প ণা স্ত্রে র বেশিরভাগই ধ্বং স করে দেওয়া হয়েছে এবং এসব অ স্ত্র তাদের বড় কোনো ক্ষ তি করতে পারেনি। ইরান এ হামলাকে একটি সফল হা ম লা হিসেবে অভিহিত করেছে এবং তারা জানিয়েছে, তাদের অভিযান শেষ হয়েছে।
ইরান আরও দাবি করেছে, সিরিয়ায় কনস্যুলেটে হা ম লা র প্রতিশোধ নিতে ইসরায়েলের যেসব সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল তার সবগুলোতেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!