Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১০ আগস্ট ২০২৪

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নি/হত

দুর্ঘটনাকবলির বিমানটি বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। ছবি- বিবিসি

দুর্ঘটনাকবলির বিমানটি বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। ছবি- বিবিসি

ব্রাজিলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নি/হত হয়েছেন বলে জানা গেছে। ভোপাস এয়ারলাইন্সের ওই ফ্লাইট শুক্রবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে যাত্রী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো এলাকায় দুর্ঘটনার শিকার হয়। 

টার্বোপ্রপ উড়োজাহাজটিতে ৫৭ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। তাদের কেউ বেঁচে নেই বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিবিসির

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি খাঁড়াভাবে নেমে আসতে থাকে এবং ওই অবস্থায় ঘুরতে ঘুরতে একটি আবাসিক এলাকার কাছে ভূপাতিত হয়।

ভিনহেদোর পাশের ভালিনহোস শহরের কর্তৃপক্ষ বলেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বাসিন্দাদের কেউ হতাহত হননি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা উড়োজাহাজ বিধ্বস্তের এ ঘটনায় শোক জানিয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়