আন্তর্জাতিক ডেস্ক
তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে তামিল পুলিশ
তামিলনাড়ু পুলিশের কিছু সদস্য। ছবি- সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাদের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায়, ছয়জন বাংলাদেশিও রয়েছেন। ওই বাংলাদেশিদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশির নামও প্রকাশ করেছে পুলিশ। তারা হলে— তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তাঁরা সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশের ভাষ্যমতে, ওই ছয় বাংলাদেশিকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। পরে তাঁরা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!